kalerkantho

মঙ্গলবার। ৯ আগস্ট ২০২২ । ২৫ শ্রাবণ ১৪২৯ । ১০ মহররম ১৪৪৪

দীর্ঘ প্রতীক্ষার অবসান

সুচিত্রা পূজা, যুগ্ম সম্পাদক, কেন্দ্রীয় কমিটি

২ জুলাই, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদীর্ঘ প্রতীক্ষার অবসান

দীর্ঘদিনের জল্পনাকল্পনা  শেষে শুভ সংবাদটি আমরা জানতে পারি। ১৭ ও ১৮ জুন জাতীয় সম্মেলন হতে যাচ্ছে। সেই থেকেই আমেজ শুরু হয়ে যায় ৬৪ জেলার শুভসংঘ বন্ধুদের। ১৬ তারিখ সকাল থেকেই কাজ শুরু হয়।

বিজ্ঞাপন

সবাই দৌড়াদৌড়ি করছেন। একেকজন একেক কাজ বেছে নিয়েছেন। কেনাকাটা শেষ করে আমাদের আয়োজক কমিটির সবাই চলে আসি সাভারের পিএইচএ ভবনে। তার পরই  শুরু হয় ৬৫০ জনের জন্য উপহার প্যাকেট করা। আমাদের শুভসংঘের প্রত্যেক সদস্যই ছিলেন প্রাণবন্ত। হাতে হাত মিলিয়ে কাজ করে যাচ্ছেন সবাই। মুহূর্তেই কাজ হয়ে গেল। রাত পেরিয়ে সকাল হলো। একের পর এক সারা দেশের শুভসংঘের বন্ধুরা আসতে শুরু করলেন। গমগম করছে পিএইচএ ভবন। আলোকসজ্জায় সজ্জিত হয়েছে অডিটরিয়াম ও চারপাশ। উদ্বোধন শেষে মঞ্চে চলতে থাকে শুভসংঘের বিভিন্ন আয়োজন। দুটি দিন তারার মতো উজ্জ্বল হয়ে ছিল পুরো পিএইচএ ভবন।সাতদিনের সেরা