kalerkantho

শনিবার । ২০ আগস্ট ২০২২ । ৫ ভাদ্র ১৪২৯ । ২১ মহররম ১৪৪৪

ক্যাম্পাসে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

মো. রাসেল ইসলাম   

২ জুলাই, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেক্যাম্পাসে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

দিনাজপুর সরকারি কলেজ ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান

নিজেদের ক্যাম্পাসে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান আয়োজন করেছে কালের কণ্ঠ শুভসংঘ দিনাজপুর সরকারি কলেজ শাখার বন্ধুরা। কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুস সালাম আজাদ।

শুভসংঘ সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. দাইমুল ইসলাম, উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর মো. জাহেদুর রহমান, সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বিশ্বজিৎ দাস, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবর রহমানসহ অনেকে।

অতিথিরা বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ।

বিজ্ঞাপন

পরিবেশ সুরক্ষায় সবার এগিয়ে আসা উচিত। পরিবেশ ভালো থাকলে আমরা ভালো থাকতে পারব। আজ শুভসংঘের আয়োজনে শিক্ষার্থীরা নিজেদের ক্যাম্পাস পরিষ্কার করছে, এটা খুবই ভালো উদ্যোগ। শুভসংঘের শুভ কাজগুলো এভাবেই ছড়িয়ে পড়ুক সবার মধ্যে।সাতদিনের সেরা