উত্তরা শাখার বন্ধুদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
পরিবেশই প্রাণের ধারক, জীবনীশক্তির বাহক। আমাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন পরিবেশ, কিন্তু প্রতিনিয়ত পরিবেশকে আমরা নানাভাবে দূষিত করে আসছি। বিশ্বজুড়ে এখন পরিবেশদূষণের মাত্রা ভয়াবহ। পরিবেশদূষণের উল্লেখযোগ্য কারণের মধ্যে রয়েছে নির্বিচারে বৃক্ষনিধন ও বনভূমি উজাড়।
বিজ্ঞাপন
গত ১৩ জুন উত্তরা ৬ নম্বর সেক্টরের আজমপুর মাদরাসা প্রাঙ্গণে এই আয়োজন সম্পন্ন করে শুভসংঘ বন্ধুরা। কয়েক দিন ধরেই নিজেদের মধ্যে আলাপ করছিল তারা। কিভাবে কর্মসূচি বাস্তবায়ন করবে—এই আলোচনা করে অবশেষে গাছের চারা কেনে।
এস এম ইসফার তালুকদার, পিনাক মণ্ডল, তাফহিমুল ইসলাম ফাহিম, আবির দাশ মিলে নার্সারিতে যায় চারা কিনতে। সাইদুল নাইম, মাইমুনা সারা, কাজী নেওয়াজ রিফাত, নন্দিতা ও ইমতিয়াজ আহমেদ কোথায় অনুষ্ঠান করবে, সেটা ঠিক করে। এভাবে সুন্দর আয়োজনের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি শেষ করে তারা।