শিশুদের মধ্যে পবিত্র কোরআন শরিফ বিতরণ করে দিনাজপুর জেলা শাখা
এগারো বছরের শিশু রিফাত। যখন হাঁটতে শিখেছে তখন হারায় বাবাকে। পরে তার মা মানুষের বাড়িতে কাজ করে সংসারের হাল ধরেন। রিফাতের বয়স যখন ছয় ছুঁইছুঁই, সড়ক দুর্ঘটনা কেড়ে নেয় তার মাকেও।
বিজ্ঞাপন
মাদরাসার শিক্ষক আব্দুল মালেক বলেন, ‘এতিম শিক্ষার্থীদের মধ্যে মহান আল্লাহর বাণীসমৃদ্ধ পবিত্র কোরআন বিতরণ করেছে শুভসংঘ। কোরআন শরিফের অভাবে শিক্ষার্থীদের পাঠদান বাধাগ্রস্ত হচ্ছিল। অর্থসংকটে কেনাও সম্ভব হচ্ছিল না। শুভসংঘ এতিম শিক্ষার্থীদের এই অভাব দূর করল। আল্লাহর নিকট দোয়া করি তারা যেন সব সময় মানুষের পাশে থাকতে পারে। ’
শুভসংঘ নবাবগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা সুলতান মাহমুদ বলেন, ‘শুভসংঘ সারা দেশে অসহায় মানুষকে বিভিন্নভাবে সহায়তা করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। শুভসংঘ সব সময় শুভ কাজে সবার পাশে থাকবে। ’
পবিত্র কোরআন শরিফ বিতরণ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন শুভসংঘ নবাবগঞ্জ উপজেলা শাখার রাব্বি আল তৌহিদ, আশিকুর রহমান, আল জোবাইদ আলিফ, সাব্বির আহমেদ সাজন, হাসিবুল ইসলাম শান্ত, সাদিক মাহমুদ, আল মুচ্ছাব্বির আহমেদ প্রমুখ।