গোপালগঞ্জ শহরে রহিম মিয়া কাটিয়ে দিয়েছেন ৪৮টি বছর। ছোট থেকেই তিনি পুরো শহরে দেখে এসেছেন গাছের সারি। চারদিকে ছিল সবুজের সমারোহ। কিন্তু এখন আর সে সবুজ দেখা যায় না।
বিজ্ঞাপন
শুভসংঘ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি শাহ আলম বলেন, ‘গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের সম্পদ রক্ষা করে। একটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় মোট ২৫ শতাংশ বনভূমি থাকা আবশ্যক। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের মোট বনভূমি আছে ১০ শতাংশ। তাই আমাদের উচিত সবার বাড়ির আঙিনায় ও আশপাশে গাছ লাগানো। আমরাও সেই উদ্দেশ্য সামনে রেখে কাজ করে যাচ্ছি। আর মানুষকে গাছ লাগাতে উৎসাহ দিয়ে যাচ্ছি। ’
আয়োজনগুলোর সমন্বয় করেন গোপালগঞ্জ জেলা শুভসংঘের সাধারণ সম্পাদক সুজন দাস, ঝালকাঠির তাহসিন অনিক ও দিনাজপুরের রাসেল ইসলাম।