kalerkantho

মঙ্গলবার । ১৬ আগস্ট ২০২২ । ১ ভাদ্র ১৪২৯ । ১৭ মহররম ১৪৪৪

আয়েশার পড়াশোনার জন্য বই দিল রংপুর শাখা

আদর রহমান   

৭ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেআয়েশার পড়াশোনার জন্য বই দিল রংপুর শাখা

আয়েশার হাতে বই তুলে দেন রংপুর জেলা শাখার শুভার্থীরা

রংপুর সদর চন্দনপাট ইউনিয়নের যাদবপুর গ্রামের মোছা. আয়েশা আক্তার। বাবা ছিলেন বর্গাচাষি। ব্রেন টিউমার হয়ে ২০২০ সালে মারা যান আজম আলী। টানাপড়েনের সংসারে হাল ধরেন আয়েশার মা রাশেদা বেগম।

বিজ্ঞাপন

একই ইউনিয়নের তালিমুল নেছা বালিকা মাদরাসায় রান্না করার কাজ করেন তিনি এবং সেখানেই তাঁর ছোট বোনকে নিয়ে মাদরাসায় থাকেন। সেখান থেকে মাসিক হিসেবে তিন হাজার টাকা বেতন পান। তিন হাজার টাকা দিয়ে সংসারের খরচ চালানোর পর অবশিষ্ট আর কিছুই থাকে না। সমাজের বিত্তবানদের সহায়তা নিয়ে তিনি মেয়ে আয়েশা আক্তারকে  রংপুর কারমাইকেল কলেজের এইচএসসি মানবিক বিভাগে ভর্তি করান। আয়েশার পরিবারের কষ্ট নজরে আসে রংপুর জেলা শুভসংঘের। পরে আয়েশা আক্তারের লেখাপড়ার পুরো খরচ বহন করার দায়িত্ব নিয়েছে রংপুর জেলা শুভসংঘ। সম্প্রতি আয়েশা আক্তারের হাতে বই ও কিছু নগদ অর্থ তুলে দেন রংপুর জেলা শুভসংঘের সভাপতি ইরা হক। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা শুভসংঘের রোখসানা খাতুন ও সোহাগ কুমার দাস।

রংপুর জেলা শুভসংঘের সভাপতি ইরা হক বলেন, ‘একজন মেধাবী মেয়ের লেখাপড়ার দায়িত্ব নিতে পেরে খুবই ভালো লাগছে। রংপুর শুভসংঘ শুরু থেকেই অসহায় মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে আসছে। শুভসংঘ এখন তরুণ প্রজন্মের কাছে রোল মডেল। তরুণরা যেভাবে সমাজ পরিবর্তনে এগিয়ে আসছে, তাতে দেশ অনেক এগিয়ে যাবে। ভবিষ্যতেও আমরা এ ধরনের শুভ কাজে সবার পাশে থাকতে চাই। ’ পুরো আয়োজনটিতে সহযোগিতায় ছিলেন মিশন কুমার, জেনিফার এলি, জাহিদ আলম জেমস প্রমুখ।সাতদিনের সেরা