সম্প্রতি পিরোজপুর জেলা শাখার উদ্যোগে পিরোজপুর সদর উপজেলার চালনা নামাজপুর নেছারিয়া আলিম মাদরাসার ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শুভসংঘের জেলা কমিটির সভাপতি সহকারী অধ্যাপক কাজী জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন চালনা নামাজপুর নেছারিয়া আলিম মাদরাসার শিক্ষক মো. সাইফুল ইসলাম, মো. কালাম শেখ, মো. রাসেল আহমেদ, আল ইমরান ্ও সাইদুর রহমান।
বিতরণ শেষে শুভসংঘের জেলা কমিটির সভাপতি সহকারী অধ্যাপক কাজী জাহাঙ্গীর আলম বলেন, ‘সারা দেশের অসহায় ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পাশে শুভসংঘ কাজ করে যাচ্ছে। এরই মধ্যে আমরা পিরোজপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং মেধাবীদের শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে।