kalerkantho

বৃহস্পতিবার । ৬ মাঘ ১৪২৮। ২০ জানুয়ারি ২০২২। ১৬ জমাদিউস সানি ১৪৪৩

দুর্নীতির বিরুদ্ধে শপথ

মাসুদ তাজ   

১৫ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদুর্নীতির বিরুদ্ধে শপথ

যশোরের অভয়নগরে দুর্নীতির বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করেন শুভসংঘের বন্ধুরা

দুর্নীতির বিরুদ্ধে তরুণসমাজের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যে সম্প্রতি অভয়নগর উপজেলা শাখা ‘দুর্নীতির বিরুদ্ধে শপথ’ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলার নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাকক্ষে শপথবাক্য পাঠ করান উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও শুভসংঘের উপদেষ্টা সুনীল কুমার দাস। দুর্নীতি করব না, সইব না। যেখানে দুর্নীতি, সেখানে শুভসংঘের প্রতিবাদ। দেশপ্রেম, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সোচ্চার, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং শুভ কাজে সবার পাশে থাকার অঙ্গীকার করে শপথ গ্রহণ করেছেন উপস্থিত সবাই। শুভসংঘের সভাপতি সৈয়দ সোহায়িব ইমতিয়াজ ইয়াদের সভাপতিত্বে শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ। শপথ গ্রহণ শেষে বসুন্ধরা গ্রুপের সহায়তায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণের বিষয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।সাতদিনের সেরা