kalerkantho

শনিবার ।  ২১ মে ২০২২ । ৭ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৯ শাওয়াল ১৪৪৩  

সুরা-কালাম-নামাজ শিখছেন শুভসংঘ স্কুলের বয়স্ক নারী শিক্ষার্থীরা

নজরুল ইসলাম   

১৮ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেময়মনসিংহের গফরগাঁওয়ে শুভসংঘ পরিচালিত স্কুলে বয়স্ক নারী শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণের পাশাপাশি সুরা-কালাম ও নামাজ শিখছেন। তাঁদের মধ্যে অনেকেই নামাজ পড়তে পারতেন না। এখন এই নারী শিক্ষার্থীদের মধ্যে পরিবর্তন এসেছে। তাঁরা সুরা-কালাম শিখে নামাজ পড়ছেন।

বিজ্ঞাপন

শালীন আচরণ করছেন।

সম্প্রতি উপজেলা শুভসংঘের সভাপতি আব্দুল হামিদ বাচ্চু পৌর শহরের শিলাসী মহিলা কলেজ রোড এলাকায় অবস্থিত বয়স্ক নারীশিক্ষা কেন্দ্রটি পরিদর্শন করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাহতাব উদ্দিন সাদেক, বুলবুল হোসেন কালু, পারভীন আক্তার, ফাতেমা আক্তার, বয়স্ক নারীশিক্ষা কেন্দ্রের শিক্ষক শামীমা আক্তারসহ ৩০ জন বয়স্ক নারী শিক্ষার্থী। অতিথিরা বয়স্ক নারী শিক্ষার্থীদের শিক্ষার অগ্রগতিসহ সার্বিক খোঁজখবর নেন।

আব্দুল হামিদ বাচ্চু বলেন, “শুভসংঘের স্লোগান হলো ‘শুভ কাজে সবার পাশে’। আমাদের মানবিক শুভ কাজগুলোর মধ্যে অন্যতম ব্যতিক্রমী শুভ কাজ ছিন্নমূল নিরক্ষর বয়স্ক নারীদের জন্য নারীশিক্ষা কেন্দ্র পরিচালনা করা। বর্তমানে তাঁদের মধ্যে চমৎকার পরিবর্তন দেখছি। ”সাতদিনের সেরা