কক্সবাজারের উখিয়ায় সচেতনতামূলক উঠান বৈঠকে অংশগ্রহণকারীরা
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নারীসমাজকে এগিয়ে নিতে কক্সবাজারের উখিয়ায় সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি উপজেলার রত্নাপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কামরিয়ার বিল গ্রামে শুভসংঘ উখিয়া উপজেলা শাখার উদ্যোগে ‘বাল্যবিবাহ, ইভ টিজিং, নারী নির্যাতন, নারীশিক্ষা, নারীর ক্ষমতায়ন’ শীর্ষক এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন শুভসংঘ উখিয়া উপজেলা শাখার সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক রবিউল হাসান শিমুল, নারীবিষয়ক সম্পাদক ইয়াছিন আক্তার শাপলা, সহনারীবিষয়ক সম্পাদক জোসনা আক্তার, মহেশখালী শুভসংঘের সদস্যসচিব (সদ্যঃপ্রয়াত) জসীম উদ্দীন।
মোজাম্মেল হক বলেন, শিক্ষিত ও শক্তিশালী জাতি গঠনে নারীর ভূমিকা অনস্বীকার্য।
বিজ্ঞাপন