kalerkantho

সোমবার । ৩ মাঘ ১৪২৮। ১৭ জানুয়ারি ২০২২। ১৩ জমাদিউস সানি ১৪৪৩

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়

ভর্তীচ্ছুদের সহায়তা প্রদান

প্রতীক কুমার ঘোষ   

৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেভর্তীচ্ছুদের সহায়তা প্রদান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তীচ্ছুদের সহায়তা দিতে শুভসংঘের প্রস্তুতি

গুচ্ছ পদ্ধতিতে কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা ভর্তি পরীক্ষার্থীদের সহায়তা দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) শুভসংঘের বন্ধুরা। পরীক্ষার্থীদের সব ধরনের সহযোগিতা দেওয়ার লক্ষ্যে সকাল থেকেই তৎপর ছিলেন তাঁরা। পরীক্ষার্থীদের মোবাইল ফোন, ব্যাগ, ইলেকট্রনিক ডিভাইস ইত্যাদি জিনিসপত্র সংরক্ষণ করেন শুভসংঘের সদস্যরা। এ ছাড়া তাঁদের সঠিকভাবে কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে তথ্যসেবা নিশ্চিত করেন শুভসংঘের বন্ধুরা।

সেবা পেয়ে ভর্তি পরীক্ষার্থীরা ধন্যবাদ দিয়ে জানান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ব্যাগ, মোবাইল ফোনসেট ইত্যাদি জমা রাখতে অনেকটাই বেগ পেতে হয়। এত সুন্দরভাবে কোনো ধরনের ঝামেলা ছাড়া বিনা মূল্যে যে সহায়তা পেয়েছি তা বলে বোঝানো সম্ভব নয়। একেবারে শেষ মুহূর্তে আসা একজন পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে গেলে তিনি বলেন, ‘ধন্যবাদ ভাইয়া। আপনারা না থাকলে আজকে সঠিকভাবে কেন্দ্র চিনে আমার পরীক্ষা দেওয়াই সম্ভব হতো না।’

শুভসংঘ বশেমুরকৃবি শাখার সভাপতি অসীম কুমার দাস ও সাধারণ সম্পাদক নূরুজ্জামান শাকির বলেন, ‘প্রতিবছরের মতো এ বছরও অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে বশেমুরকৃবি শুভসংঘের শুভার্থী বন্ধুরা ভর্তি পরীক্ষার্থীদের পাশে ছিলেন। আমাদের এই ধারা অব্যাহত থাকবে।’

পুরো কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন জাহিদ হোসাইন, রিয়াদ হাসান, প্রতীক ঘোষ, তাহমিনা আক্তার, মেহেদী হাসান, তুবাউল জান্নাত অনন্যা, আল-আমিন, জুনায়েদ হোসাইন নিলয়, মিনারা আক্তার সুখী, জুবায়ের রহমান রূপক, জাহিদ হাসান, প্রিতমসহ অনেকে।সাতদিনের সেরা