kalerkantho

সোমবার । ৩ মাঘ ১৪২৮। ১৭ জানুয়ারি ২০২২। ১৩ জমাদিউস সানি ১৪৪৩

শুভসংঘের আয়োজনে অন্য রকম বিদায় অনুষ্ঠান

বাল্যবিবাহ, সাম্প্রদায়িক সহিংসতা ও মাদক প্রতিরোধের শপথ

আজিজুর রহমান রনি   

৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবাল্যবিবাহ, সাম্প্রদায়িক সহিংসতা ও মাদক প্রতিরোধের শপথ

শুভসংঘের আয়োজনে কুমিল্লার মুরাদনগরে এইচএসসি পরীক্ষার্থীরা বাল্যবিবাহ, সাম্প্রদায়িক সহিংসতা ও মাদক প্রতিরোধের শপথ নেন

বর্তমান সময়ে শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মানেই হৈ-হুল্লোড় আর নাচ-গান। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচনাও হচ্ছে। এবার অন্য রকম একটি বিদায় অনুষ্ঠানের আয়োজন করেছেন শুভসংঘের বন্ধুরা। বাল্যবিবাহ, সাম্প্রদায়িক সহিংসতা ও মাদক প্রতিরোধের শপথ নিয়েছেন বিদায়ি শিক্ষার্থীরা। সম্প্রতি শুভসংঘের আয়োজনে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঁশকাইট ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা বিদায় অনুষ্ঠানে এই শপথ নেন। তাঁদের শপথ পাঠ করান প্রভাষক আজিজুর রহমান রনি। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে ও আজিজুর রহমান রনির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক গাজী মজিবুর রহমান, অধ্যাপক নীলুফা আক্তার বিউটি, প্রভাষক জাকির হোসেন, প্রভাষক মিজানুর রহমান, প্রভাষক আবু তাহের, প্রভাষক দিদার হোসেন প্রমুখ।

আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘বাল্যবিবাহ, সাম্প্রদায়িক সহিংসতা ও মাদক সামাজিক ব্যাধি। তরুণরা সচেতন হলে সামাজিক এই ব্যাধিগুলো অচিরেই দূর হবে। ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীরা এসব সামাজিক ব্যাধির বিরুদ্ধে সোচ্চার হয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে। তোমরা যে যেখানেই থাকো সেখান থেকেই সামাজিক ব্যাধির বিরুদ্ধে সোচ্চার হবে। তাহলে একটা সময় বাংলাদেশ এসব সামাজিক ব্যাধিমুক্ত হবে।’

বিদায়ি শিক্ষার্থীরা বলেন, ‘বাল্যবিবাহ, সাম্প্রদায়িক সহিংসতা ও মাদক প্রতিরোধে আমরা সোচ্চার থাকব। কলেজ থেকে বিদায়ের দিনে এই আমাদের শপথ।’সাতদিনের সেরা