kalerkantho

বৃহস্পতিবার । ১৭ অগ্রহায়ণ ১৪২৮। ২ ডিসেম্বর ২০২১। ২৬ রবিউস সানি ১৪৪৩

গাইবান্ধায় শুভসংঘের আয়োজনে বিতর্ক উৎসব

যুক্তিই হোক মুক্তির পথ

অমিতাভ দাশ হিমুন   

২৩ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেযুক্তিই হোক মুক্তির পথ

গাইবান্ধা জেলায় শুভসংঘের উদ্যোগে দিনব্যাপী বিতর্ক উৎসবে বিজয়ী ও রানার্স আপ দলের সঙ্গে অতিথি ও আয়োজকরা

‘যুক্তিই হোক মানব মুক্তির পথ’—এই স্লোগান সামনে রেখে সম্প্রতি গাইবান্ধা জেলায় শুভসংঘের উদ্যোগে দিনব্যাপী বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে। জেলার শীর্ষ পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নেয়। গাইবান্ধা আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজ চ্যাম্পিয়ন এবং গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয় রানার্স আপ হয়েছে। শুভসংঘের জেলা সভাপতি অধ্যাপক তৌহিদা মাহমুদের সভাপতিত্বে অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রাফিউল আলম, কবি সরোজ দেব, ক্রীড়া ব্যক্তিত্ব ওয়াজিউর রহমান রাফেল, মুক্তিযুদ্ধ গবেষক অধ্যাপক জহুরুল কাইয়ুম, শিক্ষক রূপম রশিদ, রেডিও সারাবেলার সিনিয়র স্টেশন ম্যানেজার মাহফুজ ফারুক, ক্রীড়া সাংবাদিক রবিউল ইসলাম বিদ্যুৎ, শুভসংঘের জেলা সম্পাদক লতা সরকার, উম্মে কুলসুম তালুকদার তুলনা প্রমুখ।

জেলার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে পক্ষে-বিপক্ষে অংশ নেয় গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজ, ইসলামিয়া বালক উচ্চ বিদ্যালয়, এস কে এস স্কুল ও কলেজ দলের শিক্ষার্থীরা। চূড়ান্ত প্রতিযোগিতায় নম্বর সমান হওয়ায় টসে বিজয়ী হয় আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতন। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে সরকারি বালক দলের দশম শ্রেণির শিক্ষার্থী মাসুম বিল্লাহ। বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট, বই ও সার্টিফিকেট তুলে দেন অতিথিরা। এ ছাড়া প্রতিটি দলকেই পুরস্কৃত করা হয়। বিদ্যালয়গুলোর শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকরা আয়োজনে উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম বলেন, কিশোর তরুণদের হাত ধরেই বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠবে। শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে উঠতে হবে। তাদের স্বপ্ন দেখা শিখতে হবে। কালের কণ্ঠ শুভসংঘ সেই কাজটি করছে। আমি তাদের অভিনন্দন জানাই। বিতর্ক উৎসবটি সমন্বয় করেন শুভসংঘের জেলা ও বিভিন্ন উপজেলা কমিটির বন্ধুরা ও সদস্য রেহেনা আক্তার, সারাফ সোহাইবা নিহা, জান্নাতুল ফেরদৌসি, নাহিদ হাসান, রুবেল মিয়া, ফুয়াদ হাসান, শিমুল হাওলিদার, মিনহাজুল রহমান নয়ন, জয় কুমার দাস, স্বজন খন্দকার, আতিক, মারুফ, ফরিদ হোসেন, সাকিব আলম, তৌফিকুজ্জামান তৌফিক প্রমুখ।সাতদিনের সেরা