kalerkantho

বৃহস্পতিবার । ১৭ অগ্রহায়ণ ১৪২৮। ২ ডিসেম্বর ২০২১। ২৬ রবিউস সানি ১৪৪৩

বেলকুচিতে তালবীজ বপন

শাকিল আহমেদ শুভ   

২৩ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবেলকুচিতে তালবীজ বপন

তালবীজ বপনের আগে শুভসংঘ আয়োজিত আলোচনায় অংশ নেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমানসহ অন্য অতিথিরা

জাতীয় দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন দিবসে সিরাজগঞ্জ জেলার বেলকুচিতে তালবীজ বপন করেছেন উপজেলা শুভসংঘের বন্ধুরা। দুই দিনের কর্মসূচিতে বিভিন্ন স্কুল, কলেজ ও গ্রামীণ রাস্তাগুলোতে পাঁচ শতাধিক তালবীজ বপন করা হয়েছে। এ ছাড়া প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় জনসাধারণের মাঝে বৃক্ষরোপণ সম্পর্কে সতর্কতামূলক বার্তা পৌঁছে দিয়েছে। সম্প্রতি বেলকুচির সমেশপুর উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচিতে প্রধান শিক্ষক শহীদুল ইসলাম আকন্দের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমান।

বিশেষজ্ঞরা জানান, গ্রামগঞ্জে প্রচুর পরিমাণে তালগাছ ও নারিকেলগাছ থাকলে সেগুলো বজ্র নিরোধক হিসেবে কাজ করতে পারে। বজ্রপাত প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও বৃক্ষরোপণের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। শুভসংঘের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আনিসুর রহমান বলেন, বাংলাদেশ প্রতিবছরই বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ছে। ভূপ্রকৃতিগত কারণেই বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ প্রায় নিয়মিতভাবে ঘটে। কালবৈশাখী, ভূমিকম্প, বন্যা এসব দুর্যোগ মানুষের ক্ষতি করেই চলেছে। তবে অনেক প্রাকৃতিক দুর্যোগের মধ্যে সাম্প্রতিক বছরগুলোতে আমাদের ভাবতে বাধ্য করেছে বজ্রপাত। প্রতিবছরই বজ্রপাতে অসংখ্য মানুষের মৃত্যু ঘটছে। বজ্রপাত প্রতিরোধে জনসচেতনতা খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন সংগঠনসহ ব্যক্তি পর্যায়ে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা প্রকৌশলী রইসুল আরেফিন, সমাজসেবা কর্মকর্তা ইলিয়াস হাসান শেখ, সাংবাদিক খন্দকার মোহাম্মদ আলী, শুভসংঘ বেলকুচি শাখার রিয়াদুল হক, নাসিম আহমেদ, রাকিবুল হাসান, মোহাম্মদ নাসিম, আজমীর হোসেন সাদ, তাসলিমা খাতুন, আরিফুল ইসলাম, খাদিজা খাতুন প্রমুখ।সাতদিনের সেরা