kalerkantho

সোমবার । ১৪ অগ্রহায়ণ ১৪২৮। ২৯ নভেম্বর ২০২১। ২৩ রবিউস সানি ১৪৪৩

দুমকিতে তালবীজ বপন

স্বপন কুমার দাস   

১৬ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদুমকিতে তালবীজ বপন

রাস্তার পাশে তালবীজ বপন করছেন দুমকি উপজেলা শুভসংঘ বন্ধুরা

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় পাঁচ শতাধিক তালের বীজ বপন করেছেন শুভসংঘ বন্ধুরা। উপজেলা কৃষি অফিসের সহায়তায় দুমকি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজ থেকে হাসপাতাল রোড পর্যন্ত এই বীজ বপন করা হয়। সম্প্রতি টেকনিক্যাল কলেজে আলোচনাসভার মাধ্যমে বীজ বপন কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মেহের মালিকা ও অধ্যক্ষ জামাল হোসেন।

অতিথিরা শিক্ষার্থীদের তালগাছের গুরুত্ব, বজ্রপাত নিরোধ ও বৈশ্বিক উষ্ণতা কমাতে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তার বিষয়ে পরামর্শ দেন। উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, ‘তালের বীজ বপন শুভসংঘের সময়োপযোগী কর্মসূচি। আমরা তাদের স্বাগত জানাই। তাদের সব কাজে সব সময় সহযোগিতা করব।’ সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা শুভসংঘের উপদেষ্টা মোস্তাফিজুর রহমান লাভলু, সহসভাপতি মো. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মো. এবাদুল হক, যুগ্ম সম্পাদক মো. আবুল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শংকর চন্দ্র মিত্র, নারীবিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস ফজিলা, কার্যকরী সদস্য কাজী মাকসুদুর রহমান, হুমায়ন কবির মৃধা, মিজানুর রহমান মৃধাসহ টেকনিক্যাল মহিলা কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকরা।সাতদিনের সেরা