kalerkantho

রবিবার । ১৭ শ্রাবণ ১৪২৮। ১ আগস্ট ২০২১। ২১ জিলহজ ১৪৪২

কর্মহীন মানুষের পাশে

রুবায়েদ হোসেন ফাবী   

১২ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকর্মহীন মানুষের পাশে

কালের কণ্ঠ শুভসংঘ কল্যাণপুর শাখা কমিটির উদ্যোগে কর্মহীন অসহায় মানুষকে খাদ্য সহায়তা করা হয়েছে। সম্প্রতি এই খাদ্য সহায়তা দেওয়ার সময় উপস্থিত ছিলেন শুভসংঘ কল্যাণপুর শাখার সভাপতি মো. সামিন ইবনে সাইফ ফাবি ও সাধারণ সম্পাদক রুবায়েদ হোসেন ফাবী, সহসভাপতি জাহিদুল ইসলাম সিফাত, যুগ্ম সম্পাদক আহাদুজ্জামান কুশল, নারীবিষয়ক সম্পাদক সানজিদা আফরিন ঈশিকা, মো. শিহাব, আমিনুল ইসলাম, যুবায়ের আল মামুন নেহাল, আজিজুর রহমান, তাহমীদ, সাদমান সৌরভ, মিরাজুল ইসলাম, মো. হৃদয়, ইরতিসাম ভূঁইয়া অতনু, মো. আলামিন প্রমুখ। খাদ্য সহায়তা পাওয়া ফিরোজ মিয়া বলেন, ‘একসময় দারোয়ানের চাকরি করতাম। করোনার জন্য চাকরি চলে গেছে। আপনাগো এই খাওন পাইয়া চিন্তা দূর হইল, বড় উপকার হইল। আল্লাহ আপনাগো সবার ভালো করুক।’ সামিন ইবনে সাইফ ফাবি বলেন, ‘কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে খুব ভালো লাগছে। আমাদের সবার উচিত এমন মানুষের পাশে দাঁড়ানো।’সাতদিনের সেরা