kalerkantho

রবিবার । ১৭ শ্রাবণ ১৪২৮। ১ আগস্ট ২০২১। ২১ জিলহজ ১৪৪২

অসুস্থ দিনমজুরের স্ত্রীর পাশে শুভসংঘ বন্ধুরা

আইয়ুব আলী   

১২ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেঅসুস্থ দিনমজুরের স্ত্রীর পাশে শুভসংঘ বন্ধুরা

আয়েশা আক্তার হনুফা। দিনমজুর আবু সাঈদের স্ত্রী। এক ছেলে, এক মেয়েসহ চার সদস্যের পরিবার। সংসারে অভাব থাকলেও কারো কাছে কখনো হাত পাততে হয়নি। মাস তিনেক আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হনুফা। নেওয়া হয় হাসপাতালে। নানা পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছেন তিনি। চিকিৎসকরা সুস্থ হওয়ার আশ্বাস দেন তাঁকে। দীর্ঘদিন চিকিৎসা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে ওষুধ লিখে দেন। সংসারের কিছু জমানো টাকাসহ ধারদেনা করে মাসখানেক চিকিৎসা চালিয়ে যান দিনমজুর স্বামী আবু সাঈদ ও তাঁর ছেলে নাঈম হাসান। বর্তমানে অর্থের অভাবে দরিদ্র পরিবারটির পক্ষে অসুস্থ এই নারীর চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। হতাশ ও নিরুপায় হনুফা বেগম দুচোখে অন্ধকার দেখছিলেন। এ অবস্থায় তাঁর পাশে আশার আলো হয়ে দাঁড়ালেন শুভসংঘের বন্ধুরা। কালের কণ্ঠ শুভসংঘের বগুড়ার শেরপুর উপজেলা কমিটির বন্ধুরা আর্থিক অনুদান প্রদানের মাধ্যমে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন হনুফা বেগমকে। ৫ জুন শনিবার দুপুরে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের সাধুবাড়ী গ্রামে দিনমজুর আবু সাঈদের বাড়িতে যান শুভসংঘের সদস্যরা। আয়েশা আক্তার হনুফা বেগমের হাতে চিকিৎসার জন্য আর্থিক অনুদানের নগদ অর্থ তুলে দেন তাঁরা। এ সময় উপস্থিত ছিলেন শুভসংঘ উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুল হাই বারী, সাধারণ সম্পাদক আব্দুল কাদের মজনু, উপদেষ্টা আইয়ুব আলী, সমাজসেবক গোলাম রব্বানী, রজিব উদ্দীন, ব্যবসায়ী হুমায়ুন কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।সাতদিনের সেরা