kalerkantho

শনিবার । ৫ আষাঢ় ১৪২৮। ১৯ জুন ২০২১। ৭ জিলকদ ১৪৪২

মিরপুর-১৪ শাখার উদ্যোগে মাস্ক বিতরণ

শাহ হাসিবুর রহমান   

৮ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমিরপুর-১৪ শাখার উদ্যোগে মাস্ক বিতরণ

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় কালের কণ্ঠ শুভসংঘ মিরপুর-১৪ শাখার উদ্যোগে জনসচেতনতা ও মাস্ক বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। এ সময় শুভসংঘ মিরপুর-১৪ শাখার সদস্যরা দুটি দলে বিভক্ত হয়ে মিরপুরের ভাসানটেক এলাকা থেকে মিরপুর-১০ নম্বর এলাকা পর্যন্ত জনসচেতনতা কার্যক্রম ও মাস্ক বিতরণ করেন। করোনাভাইরাস রোধে নির্দিষ্ট সময় পর পর হাত ধোয়া, সব সময় মাস্ক পরিধান করা এবং জনসমাগম এড়িয়ে চলার জন্য পথচারীদের উদ্বুদ্ধ করেন তাঁরা।

শুভসংঘ মিরপুর-১৪ শাখার আহ্বায়ক শেখ সুহাইল আহমেদ জাওয়াদ ও যুগ্ম আহ্বায়ক ইসরাত জাহান পুষ্পিতার নেতৃত্বে এই জনসচেতনতা ও মাস্ক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক শেখ তাইরিন এহসান তানি, নুরজাহান বিনতে তানজীম, সদস্যসচিব মেহেদী হাসান রাব্বী, মাহাজাবিন, শায়লা নুসমা, নাবিলা ইসলাম জেরিন, দিয়াম ইসলাম দ্বীপ, চয়ন দেবনাথ, সাকিবুল ইসলাম নিলয়, নওরিন ইসলাম ও মাহিউল আলম অর্ক।সাতদিনের সেরা