kalerkantho

মঙ্গলবার । ৪ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৮ মে ২০২১। ৫ শাওয়াল ১৪৪

করোনা সচেতনতায় শুভসংঘ

১০ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকরোনা সচেতনতায় শুভসংঘ

নীলফামারী জেলা

নীলফামারীতে করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করতে মাস্ক বিতরণ করেছে কালের কণ্ঠ শুভসংঘ। সম্প্রতি জেলা শহরের বড় মসজিদ সড়কসহ বিভিন্ন স্থানে বাস ও গণপরিবহনের যাত্রী, পথচারী, রিকশাচালক, দোকান কর্মচারীর মাঝে সহস্রাধিক মাস্ক বিতরণ করা হয়।

টঙ্গিবাড়ী উপজেলা

করোনা মোকাবেলায় জনসচেতনতা তৈরিতে টঙ্গিবাড়ী বাজার ও বেতকা বাজারে মাস্ক বিতরণ করেছে কালের কণ্ঠ শুভসংঘ টঙ্গিবাড়ী উপজেলা শাখা। ‘বাড়ির বাইরে মাস্ক পরুন, নিজে সচেতন থাকুন এবং অন্যকে সচেতন করুন’ এই স্লোগানকে সামনে রেখে কার্যক্রম চালান শুভসংঘ বন্ধুরা।

নড়াইল জেলা

নড়াইলে মাস্ক বিতরণ করেছে কালের কণ্ঠ শুভসংঘ। গত ৪ এপ্রিল রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিনা মূল্যে কয়েক শ মানুষকে সার্জিক্যাল মাস্ক বিতরণ করেন শুভসংঘ বন্ধুরা। নিজস্ব কার্যালয়ের সামনে মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

মধুখালী উপজেলা

করোনার প্রাদুর্ভাব রোধে বিভিন্ন পেশার মানুষের মধ্যে মাস্ক ও করোনা সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন কালের কণ্ঠ শুভসংঘ মধুখালী উপজেলা শাখার বন্ধুরা। সম্প্রতি মধুখালী রেলগেট থেকে মধুখালী বাজার পর্যন্ত এই মাস্ক ও লিফলেট বিতরণ করেন তাঁরা।