kalerkantho

শুক্রবার । ৩ বৈশাখ ১৪২৮। ১৬ এপ্রিল ২০২১। ৩ রমজান ১৪৪২

ময়মনসিংহে কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগ

নারী উদ্যোক্তাদের নিয়ে মতবিনিময়সভা

নিয়ামুল কবীর সজল   

৬ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনারী উদ্যোক্তাদের নিয়ে মতবিনিময়সভা

ময়মনসিংহে ‘নারী উদ্যোক্তাদের সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক মতবিনিময়সভা

ময়মনসিংহে ‘নারী উদ্যোক্তাদের সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক মতবিনিময়সভার আয়োজন করেছে কালের কণ্ঠ শুভসংঘ। জেলা শুভসংঘের আয়োজনে গত ২৮ ফেব্রুয়ারি রবিবার দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুচি আক্তারী মহল, ময়মনসিংহ চেম্বারের সিনিয়র সহসভাপতি শংকর সাহা। সভাপতিত্ব করেন নারী উদ্যোক্তা আনোয়ারা পারভীন। সঞ্চালনায় ছিলেন কালের কণ্ঠ ময়মনসিংহের নিজস্ব প্রতিবেদক নিয়ামুল কবীর সজল। ইকরামুল হক টিটু বলেন, ‘বর্তমান সরকার নারীদের শিক্ষায় বিশেষ গুরুত্ব দিয়েছে। তাঁদের কর্মদক্ষতা উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করেছে। নারী উদ্যোক্তারা আজ আর্থ-সামাজিক ক্ষেত্রে ভূমিকা রাখছেন। নারীদের সক্ষমতা বৃদ্ধিতে ময়মনসিংহ সিটি করপোরেশন বিউটি পার্লার, ড্রাইভিং, সেলাই, কম্পিউটার ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। নারীদের উন্নয়নে ফান্ডও গঠন করা হয়েছে।’ এমন আয়োজনের জন্য কালের কণ্ঠ শুভসংঘকে ধন্যবাদ জানান তিনি।

মন্তব্য