kalerkantho

বুধবার । ১০ অগ্রহায়ণ ১৪২৭। ২৫ নভেম্বর ২০২০। ৯ রবিউস সানি ১৪৪২

শিশু শিক্ষার্থী মেঘাকে নতুন বই দিল শুভসংঘ

মাসুদ তাজ   

১৭ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেশিশু শিক্ষার্থী মেঘাকে নতুন বই দিল শুভসংঘ

শিশু শিক্ষার্থী মেঘার হাতে নতুন বই ও শিক্ষা উপকরণ তুলে দেয় অভয়নগর উপজেলা শুভসংঘ

সম্প্রতি অভয়নগরের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে মেঘা খাতুনের ঘরের টিনের চাল উড়ে যায়। ভিজে যায় আসবাবসহ মেঘার পাঠ্য বই। বিষয়টি দৃষ্টিগোচর হয় শুভসংঘ বন্ধুদের। শিশু শিক্ষার্থী মেঘার হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়ার মাধ্যমে পথচলা শুরু করেছে শুভসংঘ অভয়নগর উপজেলা শাখা। নওয়াপাড়া প্রেস ক্লাব অডিটরিয়ামে নবগঠিত কমিটির উদ্যোগে এই আয়োজন সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন মেঘার মা আবেদা বেগম, শুভসংঘ অভয়নগর উপজেলা শাখার নবগঠিত কমিটির প্রধান উপদেষ্টা অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ এনামুল হক বাবুল, উপদেষ্টা নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি আসলাম হোসেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুনীল দাস ও প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, অভয়নগর উপজেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি সৈয়দ সোহায়িব ইমতিয়াজ ইয়াদ, সহসভাপতি জহিরুল ইসলাম ও আজগর আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক তানভীর হাসান, যুগ্ম সম্পাদক সজীব বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আকিব হোসেন গালিব, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আলীম উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক সাইফুর রহমান জিসান, ক্রীড়া সম্পাদক মুহাম্মাদুল্লাহ, নারীবিষয়ক সম্পাদক তামান্না জাহান, কার্যকরী সদস্য বিল্লো মঙ্গল দাস, সৌরভ নন্দী, হাসিবুল ইসলাম শান্ত, শাহারিয়ার শাকিল, ইরফান সাগর, হাসান মাসুদ উৎস, সৈয়দ আসজাদ ইসনাদ, টিপু সুলতান, ইয়াসিন পলাশ, তৌহিদুজ্জামান ও বিপুল দাস।

মন্তব্যসাতদিনের সেরা