kalerkantho

মঙ্গলবার । ১১ কার্তিক ১৪২৭। ২৭ অক্টোবর ২০২০। ৯ রবিউল আউয়াল ১৪৪২

বৃক্ষরোপণ

১৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবৃক্ষরোপণ

দিনাজপুর সরকারি কলেজ

মো. রাসেল ইসলাম

শুভসংঘ দিনাজপুর সরকারি কলেজ শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। কলেজ ক্যাম্পাসে ফলদ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ হোসেন। উপস্থিত ছিলেন ৩৪ বিএনসিসি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অ্যাডজুট্যান্ট মেজর মোবাশ্বের হোসেন চৌধুরী, শুভসংঘের উপদেষ্টা মো. দাইমুল ইসলাম, প্রাণিবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এ কে এম আল আব্দুল্লাহ, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মো. আব্দুল্লাহ আল ফুয়াদ, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন, সহকারী অধ্যাপক মাহাবুবুর রহমান, প্রভাষক নুরন্নবী, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. হামিদুর রহমান সোহেল, শুভসংঘ কলেজ শাখার সভাপতি মো. রশিদুল ইসলাম, ইভেন্ট সম্পাদক হুমায়ন পারভেজ, শরীফুল ইসলাম, ইয়াছির আরাফাত রাফি প্রমুখ।

 

গোলাকান্দাইল শাখা

এস এম শাহদাত

নারায়ণগঞ্জ গোলাকান্দাইল শাখার উদ্যোগে ফলদ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃক্ষরোপণে অংশ নিয়ে একাত্মতা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মো. মাহিন ফরাজীসহ রূপগঞ্জ থানা পুলিশ। রূপগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মীর আব্দুল আলীমসহ প্রেস ক্লাবের সাংবাদিকরাও শুভসংঘের এই আয়োজনে অংশ নেন। আম, জাম, পেয়ারা, কাঁঠাল, মেহগনি, আকাশিসহ বিভিন্ন প্রজাতির দুই শতাধিক বৃক্ষ রোপণ করা হয়। উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান, ইন্সপেক্টর (তদন্ত) এইচ এম জসিম উদ্দিন, ভুলতা ফাঁড়ি ইনচার্জ আমিনুল ইসলাম, রূপগঞ্জ প্রেস ক্লাবের উপদেষ্টা আলম হোসেন, সাংবাদিক সাত্তার আলী সোহেল, জি এম শহিদ প্রমুখ। গোলাকান্দাইল শাখার উপদেষ্টা মো. নাসির মেম্বার, সভাপতি আবদুল কাদির মোল্লা সুমন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ বৃক্ষরোপণে অংশ নেন খোকন মিয়া, শাহাবুদ্দিন মিয়া, মোহাম্মদ গোলাম সাদেক, সাখাওয়াত হোসেন মাসুম, নূরে আলম মিয়া, মো. রাজিব মিয়া, মো. জসিম উদ্দিন, নুরুল হক প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা