kalerkantho

বৃহস্পতিবার । ৯ আশ্বিন ১৪২৭ । ২৪ সেপ্টেম্বর ২০২০। ৬ সফর ১৪৪২

গাজীপুরে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে

আফরিনা তানজিন উর্মি   

৮ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগাজীপুরে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে

গাজীপুরে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়েছেন জেলা শুভসংঘের বন্ধুরা

গাজীপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ঈদসামগ্রী ও মাস্ক বিতরণ করেন শুভসংঘের বন্ধুরা। গাজীপুর পাবলিক লাইব্রেরি সংলগ্ন বস্তির শিশুদের মধ্যে দুধ, সেমাই, চিনি, সাবান ও মাস্ক বিতরণ করেন তাঁরা। গাজীপুর জেলা শুভসংঘের সভাপতি ইমরানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপদেষ্টা অ্যাডভোকেট মো. আনোয়ার হোসেন বলেন, ‘সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে ঈদ উদ্যাপন করাই আমাদের লক্ষ্য। শুভসংঘের সদস্যরা সাধারণ মানুষের পাশে থেকে কাজ করছেন। ভবিষ্যতেও আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।’ আরো উপস্থিত ছিলেন সদস্য হাসিবুল ইসলাম, জিয়া, ধ্রুব, শাকিল, রবিন, রিপন, আরিফ প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা