kalerkantho

বৃহস্পতিবার । ৯ আশ্বিন ১৪২৭ । ২৪ সেপ্টেম্বর ২০২০। ৬ সফর ১৪৪২

ভালুকায় প্রতিবন্ধীদের পাশে শুভসংঘ

মোখলেছুর রহমান মনির   

৮ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেভালুকায় প্রতিবন্ধীদের পাশে শুভসংঘ

শুভসংঘের খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ভালুকার ইউএনও মাসুদ কামাল, মডেল থানার ওসি মোহাম্মদ মাঈন উদ্দিনসহ অন্যরা

ময়মনসিংহের ভালুকায় চাল, তেল, চিনি, সেমাইসহ অন্য খাদ্যসামগ্রী নিয়ে প্রতিবন্ধীদের পাশে দাঁড়িয়েছেন শুভসংঘের বন্ধুরা। গত ২৯ জুলাই বুধবার খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ কামাল, ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাঈন উদ্দিন ও শেফার্ড গ্রুপের জিএম (ফ্যাক্টরি ইনচার্জ) মো. মোকলেসুর রহমান প্রধান। এ ছাড়া উপস্থিত ছিলেন ভালুকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্কাস আলী, এনটিভির ভালুকা প্রতিনিধি মো. আলমগীর হোসেন, শুভসংঘ ভালুকা শাখার উপদেষ্টা ও কালের কণ্ঠ প্রতিনিধি মোখলেছুর রহমান মনির, সভাপতি রবিন খান, সাধারণ সম্পাদক আলফাজ ফাহিম খান এজাজ, সহসভাপতি মো. আমিরুল ইসলাম, সহসভাপতি এমদাদুজ্জমান জামিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম মিয়া ও হিমেল সরকার, সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক হাসান শুভন ও অমিত হাসান খান অমি, সহসাংগঠনিক সম্পাদক মো. সজল হোসাইন সাইদী, উপপ্রচার সম্পাদক জাহিদুল ইসলাম জিনু, সাংস্কৃতিক সম্পাদক রিয়াজ খান রনি, সহসাংস্কৃতিক সম্পাদক ফাওজিয়া তাবাসসুম ঐশী, কার্যকরী সদস্য ইসরাত বিনতে আলম মমি, ইকরাত বিনতে আলম মিমি, সালমান প্রত্যয়, মাহযাবীন মিশু, শুভানুধ্যায়ী ফরিদা খাতুন ও ফাসাহাতুল ইমরান অমি।

মাসুদ কামাল বলেন, ‘সুযোগ পেলে প্রতিবন্ধীরাও দেশের জন্য ভূমিকা রাখতে পারে। সমাজের সবার উচিত শুভসংঘের মতো প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো।’

মোহাম্মদ মাঈন উদ্দিন বলেন, কালের কণ্ঠ শুভসংঘ আয়োজিত এই অনুষ্ঠান মানবিকতার একটি উত্কৃষ্ট উদাহরণ।

মন্তব্যসাতদিনের সেরা