kalerkantho

রবিবার । ২১ আষাঢ় ১৪২৭। ৫ জুলাই ২০২০। ১৩ জিলকদ  ১৪৪১

অসহায়দের বাড়িতেই খাবার পৌঁছে দেন ঈশ্বরগঞ্জের ইউএনও

আলম ফরাজী   

৯ মে, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেঅসহায়দের বাড়িতেই খাবার পৌঁছে দেন ঈশ্বরগঞ্জের ইউএনও

মো. জাকির হোসেন, ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা

বর্তমান পরিস্থিতিতে খাবার নিয়ে অসহায় বোধ করছেন এমন পরিবারকে খুঁজে বেড়ান তিনি। কোথায় কিভাবে আছেন নাম-ঠিকানা বের করে রাত-বিরাতে একাই সেখানে চলে যান ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন। উপজেলার প্রত্যন্ত অঞ্চল উজানচর গ্রামের আহের আলী (৬৫) বলেন, ‘স্যারকে খালি মুখ খুইল্যা কইছলাম, এর পরই তিনি আর কিছু না কয়ে রাইতেই সোজা আমার বাড়িত গিয়া চাল, ডাল, তেল, লবণ, সাবানসহ বিভিন্ন জিনিস বস্তাত ভইর‌্যা আমার হাতে দেন। আল্লাহ হেইলারে বাঁচাইয়া রাহউক।’ ইউএনও জাকিরকে এখন ঈশ্বরগঞ্জের অসহায় ও দারিদ্র্যপীড়িত মানুষ মানবিক ব্যক্তি হিসেবে এক নামেই চিনেন। সরকারি সাহায্য-সহযোগিতা ছাড়াও নিজের ও বিত্তবানদের বিভিন্ন সংগঠনের সংযোগে তিনি কর্মহীন মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন। তাদের হাতে নিজেই পৌঁছে দিচ্ছেন খাদ্যসামগ্রী। ঈশ্বরগঞ্জ শুভসংঘের সদস্য দিদার, শাকিল, ফয়সাল, মাসুদ ও তারেক বলেন, ‘আমাদের দেওয়া অসহায় মানুষের লিস্ট অনুযায়ী খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন  ইউএনও স্যার। বারবার খোঁজ নিচ্ছেন। চাহিদা মোতাবেক আরো খাদ্যসামগ্রী দেওয়ার কথা বলেছেন।’

এ ছাড়া করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচাতে রাত-দিন তৎপরতায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি। সর্বস্তরের মানুষের পাশপাশি ইউএনও জাকির হোসেনের সক্রিয় কর্মকাণ্ড সবার জন্য দৃষ্টান্ত।

মন্তব্য