kalerkantho

মঙ্গলবার । ২১ জানুয়ারি ২০২০। ৭ মাঘ ১৪২৬। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪১     

প্রতিবন্ধীদের জন্য শিক্ষা-উপকরণ

তারিকুল হক তারিক   

১৪ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রতিবন্ধীদের জন্য শিক্ষা-উপকরণ

কুষ্টিয়া সদর উপজেলার হাটসহরিপুর ইউনিয়নের শহীদ মাহামুদ হোসেন সাচ্চু প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা-উপকরণ বিতরণ করেছেন শুভসংঘের বন্ধুরা। শুভসংঘ কুষ্টিয়ার উদ্যোগে বিশ্ব শিশু দিবস উপলক্ষে গত ২০ নভেম্বর ৯০ জন শিক্ষার্থীকে এক সেট করে বাংলা, ইংরেজি ও অঙ্ক খাতাসহ অন্যান্য শিক্ষা-উপকরণ বিতরণ করা হয়। এ সময় শুভসংঘ জেলা কমিটির সভাপতি নীলিমা বিশ্বাস, সহসভাপতি সুমাইয়া ইসলাম, সাধারণ সম্পাদক শম্পা আফরিন, নারীবিষয়ক সম্পাদক মর্জিনা খাতুনসহ শুভসংঘের অন্যান্য সদস্য এবং ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিখন আহম্মেদ, শিক্ষক অনন্যা চৌধুরী, শিরিন খাতুন, আরিফা খাতুনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা