kalerkantho

মঙ্গলবার । ২১ জানুয়ারি ২০২০। ৭ মাঘ ১৪২৬। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪১     

উচ্চশিক্ষায় ভর্তি হওয়া ৬৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

জাহাঙ্গীর হোসেন   

১৪ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেউচ্চশিক্ষায় ভর্তি হওয়া ৬৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

রাজবাড়ী জেলা থেকে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে বুয়েট, মেডিক্যাল ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ৬৪ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সম্প্রতি শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার আয়োজনে রাজবাড়ী প্রেস ক্লাব অডিটরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পৃষ্ঠপোষক ছিল গোয়ালন্দের মোস্তফা মেটাল কম্পানি। শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক সরোয়ার মোর্শেদ খান স্বপনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দিলসাদ বেগম। বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম, মোস্তফা মেটাল কম্পানির পরিচালক সেলিম মুন্সি, রাজবাড়ী সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর অশোক কুমার ঘোষ, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এ কে এম ইকরামুল করিম, রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট খান মো. জহুরুল হক। উপস্থিত ছিলেন রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার মজুমদার, শুভসংঘের সহসভাপতি শম্পা প্রামাণিক, জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তীসহ শুভসংঘের সদস্যরা।

মন্তব্যসাতদিনের সেরা