kalerkantho

মঙ্গলবার । ২১ জানুয়ারি ২০২০। ৭ মাঘ ১৪২৬। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪১     

নিরাপদ স্পর্শ অনিরাপদ স্পর্শ সম্পর্কে জানল শিশুরা

শেখ আব্দুল্লাহ মুন্না   

৭ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনিরাপদ স্পর্শ অনিরাপদ স্পর্শ সম্পর্কে জানল শিশুরা

‘শরীরের স্পর্শকাতর  স্থানে অনাকাঙ্ক্ষিত ও অযাচিত স্পর্শই হলো অনিরাপদ স্পর্শ। এমন অবস্থার শিকার হলে বিচলিত না হয়ে মা-বাবা অথবা শিক্ষকদের জানাতে হবে’—অনুশীলন মজার স্কুলের শিশুদের নিয়ে আয়োজিত ‘নিরাপদ স্পর্শ ও অনিরাপদ স্পর্শ’ শীর্ষক কর্মশালায় কথাগুলো বলেন শুভসংঘ খুলনা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যরা। ‘আমার শরীর, আমার নিরাপত্তা’ স্লোগানে আয়োজিত কর্মশালায় অনাকাঙ্ক্ষিত স্পর্শ পেলে শিশুদের করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। শুভসংঘের এমন কর্মশালাকে সাধুবাদ জানিয়ে অনুশীলন মজার স্কুলের পরিচালক অলোক চন্দ্র দাস বলেন, এ ধরনের উদ্যোগ শিশুদের তথা পুরো জাতিকে অযাচিত স্পর্শ থেকে রক্ষা করবে।

 

মন্তব্যসাতদিনের সেরা