kalerkantho

শুক্রবার । ০৬ ডিসেম্বর ২০১৯। ২১ অগ্রহায়ণ ১৪২৬। ৮ রবিউস সানি ১৪৪১     

ভর্তীচ্ছুদের সহায়তায় শুভসংঘ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহরিয়ার নাসের   

১৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ১ ও ২ নভেম্বর। ভর্তি পরীক্ষায় সারা দেশ থেকে আগত ভর্তীচ্ছু শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের পাশে ছিলেন শুভসংঘ নোবিপ্রবি শাখার সদস্যরা। খাবার বিতরণ, কেন্দ্রে পৌঁছে দেওয়া, তথ্য দিয়ে সহায়তা করা, থাকার ব্যবস্থা করায় সহযোগিতা করেছেন তাঁরা।

বিশ্ববিদ্যালয় শাখা শুভসংঘের সাধারণ সম্পাদক জাহিদ হাসান সাহেদ বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভর্তীচ্ছুদের নানা সমস্যা পোহাতে হয়। এ বছর ভর্তি পরীক্ষার প্রথম ও দ্বিতীয় দিন আমরা ভর্তীচ্ছুদের জন্য সর্বোচ্চটুকু করার চেষ্টা করেছি। খাবার বিতরণ, শুভসংঘের সদস্যদের মেসেই থাকার ব্যবস্থা ভর্তিসংক্রান্ত বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করেছি। আমরা নোবিপ্রবি শুভসংঘের সব সদস্য সব সময় শুভ কাজে সবার পাশে ছিলাম, আছি এবং থাকব।

মন্তব্যসাতদিনের সেরা