kalerkantho

রবিবার । ০৮ ডিসেম্বর ২০১৯। ২৩ অগ্রহায়ণ ১৪২৬। ১০ রবিউস সানি ১৪৪১     

ভর্তীচ্ছুদের সহায়তায় শুভসংঘ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শামস জেবিন   

১৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরপ্রবি) ভর্তীচ্ছু শিক্ষার্থীদের সার্বিক সহায়তা করেছে শুভসংঘ বন্ধুরা। ২০১৯-২০ সেশনে ভর্তি পরীক্ষার প্রথম ও দ্বিতীয় দিনে শিক্ষার্থীদের আবাসন, ট্রাফিক নিয়ন্ত্রণ ও সার্বিক নিরাপত্তায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে হেল্প ডেস্ক স্থাপন করে তারা। ভর্তীচ্ছু শিক্ষার্থীরা বলেন, ‘আমরা অনেকেই অনেক দূর থেকে অভিভাবকহীনভাবে এখানে এসেছি। শুভসংঘকে পাশে পেয়ে আমরা কৃতজ্ঞ।’ সংগঠনটির সভাপতি জানান, অতীতেও শুভসংঘ সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। ভর্তি পরীক্ষা উপলক্ষে আমরা শুভসংঘের কর্মীরা সবার পাশে থাকার চেষ্টা করছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্যসাতদিনের সেরা