kalerkantho

মঙ্গলবার । ১৯ জ্যৈষ্ঠ ১৪২৭ । ২ জুন ২০২০। ৯ শাওয়াল ১৪৪১

ময়মনসিংহ শুভসংঘের উদ্যোগ

‘র‌্যাগিং নয়, ক্যাম্পাস হোক দ্বিতীয় পরিবার’

ওয়ারেছ বাবু   

৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে‘র‌্যাগিং নয়, ক্যাম্পাস হোক দ্বিতীয় পরিবার’

‘মা-বাবা, ভাই-বোন ছেড়ে ছেলে-মেয়েরা যখন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়, তখন তাদের সামনে থাকে এক স্বপ্নের জগৎ। কিন্তু অনেক সময় সেই জগত্জুড়ে চলে আসে ভয় আর আতঙ্ক। সিনিয়রদের কাছ থেকে স্নেহ-ভালোবাসার বদলে পাওয়া যায় শাসন, এমনকি নির্যাতন। বুয়েটের আবরার দেখিয়ে গেল কোন সমাজে আমরা আছি। তথাকথিত র‌্যাগিংয়ের নামে কী চলে আসছে আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানে। এসবের বিরুদ্ধে সোচ্চার হওয়ার সময় এসেছে।’ ময়মনসিংহে শুভসংঘের উদ্যোগে ‘র‌্যাগিং নয়, ক্যাম্পাস হোক দ্বিতীয় পরিবার’ শীর্ষক মতবিনিময়সভায় বক্তারা এ কথাগুলো বলেন। গত ১৫ অক্টোবর মঙ্গলবার বিকেলে নগরীর ময়মনসিংহ কমার্স কলেজে এই মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ কমার্স কলেজের অধ্যক্ষ এখলাছ উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি (ময়মনসিংহ রেঞ্জ) ড. আক্কাস উদ্দিন ভুঁইয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম এবং কমার্স কলেজের চেয়ারম্যান আবু সায়েম। স্বাগত বক্তব্য দেন কালের কণ্ঠ’র ময়মনসিংহের নিজস্ব প্রতিবেদক নিয়ামুল কবীর সজল। আরো বক্তব্য দেন কলেজের শিক্ষক সাইদুল ইসলাম, আসমাউল হোসনা কলি, সাজ্জাতুল ইসলাম। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন শাহরীন আহমেদ রাফি এবং দিল আফরোজ বুশরা। ড. আক্কাস উদ্দিন ভুঁইয়া বলেন, ক্যাম্পাস হোক সবার জন্য নিরাপদ। ছেলে-মেয়েরা যেন নিরাপদে পড়াশোনা করতে পারে, আমাদের এ বিষয়ে আরো সচেতন ও তৎপর হতে হবে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নাহিদ মণ্ডল।

মন্তব্যসাতদিনের সেরা