kalerkantho

শনিবার । ১৮ জানুয়ারি ২০২০। ৪ মাঘ ১৪২৬। ২১ জমাদিউল আউয়াল ১৪৪১     

শুভসংঘের কুইজ প্রতিযোগিতা

এসো দেশকে জানি

রাফিউল চৌধুরী বাপ্পি   

২০ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএসো দেশকে জানি

‘এসো দেশকে জানি’ স্লোগানে অনুষ্ঠিত হল শুভসংঘ কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ২০১৯। কুইজ ক্লাবের সার্বিক সহযোগিতায় প্রতিযোগিতাটির আয়োজন করে শুভসংঘ শহীদ পুলিশ স্মৃতি কলেজ শাখার বন্ধুরা। ৬ষ্ঠ থেকে ১১শ শ্রেণির প্রায় ৫০০ শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেয়। পরীক্ষা শেষে উত্তরপত্র মূল্যায়ন করে জুনিয়র ও সিনিয়র এই দুটি গ্রুপে সেরা ৫ জন করে মোট ১০ শিক্ষার্থীকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়। শুভসংঘ শহীদ পুলিশ স্মৃতি কলেজ শাখার সভাপতি হাসিবুর রহমান হাসিবের সভাপতিত্বে ও নির্বাহী সভাপতি মহিমা কবির শারমিন ও তাহসিন মাজেদ রামিমের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি এস এম নাজমুছ ছাকিব। তিনি বলেন, দেশ ও জাতির উন্নয়নে মানসম্পন্ন শিক্ষার বিকল্প নেই। তাই শিক্ষিত জাতি গঠনে সকলকে এগিয়ে আসতে হবে।

মন্তব্যসাতদিনের সেরা