kalerkantho

বৃহস্পতিবার । ২৩ জানুয়ারি ২০২০। ৯ মাঘ ১৪২৬। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪১          

গায়েহলুদের গয়না

চিরায়ত কাঁচা ফুলের গয়না

৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচিরায়ত কাঁচা ফুলের গয়না

গায়েহলুদে কনেদের সব সময়ের পছন্দ কাঁচা ফুলের গয়না। সে ক্ষেত্রে গাঁদার চাহিদা শীর্ষে। দামে কম, আবার লুকেও থাকে সতেজতা।

 

মডেল : ওশিন, পোশাক : ঢং বুটিক, গয়না : তারিশা’স আলমিরাহ

তারপর এলো শুকনো ফুল

২০০০ সাল থেকে বিয়ের সাজে যে ধামাকা লাগল, তার রেশ পড়ল গায়েহলুদের গয়নায়ও। ‘নতুন কিছু চাই’-এর পাল্লায় পড়ল হলুদের গয়নাও। কাঁচা ফুলের জায়গা নিতে শুরু করল শুকনো ফুল।

পোশাক : অঞ্জন’স, গয়না : তারিশা’স আলমিরাহ

শুকনো ফুলে ভ্যালু অ্যাড

এখন তো শুকনো ফুলের সঙ্গে মিলিত হচ্ছে নানা মেটালের গয়নাও।

পোশাক : লুবনান

গায়েহলুদ

গায়েহলুদেও পাঞ্জাবির সঙ্গে যোধপুরী সালোয়ার পরা হচ্ছে এখন। পাঞ্জাবির সঙ্গে কটি পরাটা ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে। সাধারণত কটিটাই বেশি জমকালো হয়। কটির রং পাঞ্জাবির কন্ট্রাস্ট হতে পারে, বা কনের শাড়ির সঙ্গে মিলিয়েও পরা যেতে পারে। পায়ে কোলাপুরী স্যান্ডেল।

মডেল : নওশাবা

পোশাক : অঞ্জন’স; মেকওভার : মিতা চৌধুরী

ছবি : আবু সুফিয়ান নিলাভ

মন্তব্যসাতদিনের সেরা