kalerkantho

সোমবার। ১৭ জুন ২০১৯। ৩ আষাঢ় ১৪২৬। ১৩ শাওয়াল ১৪৪০

বরের রঙিন লুক

বাগদানে সাবলীল

বরের পোশাকেও লেগেছে রঙের ছোঁয়া। বাগদানে পাঞ্জাবির সঙ্গে কটি হালফ্যাশনে হয়ে উঠেছে দারুণ জনপ্রিয়।

১২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাগদানে

সাবলীল

মডেল : তানজিম, পোশাক : মান্যবর মেকওভার : জাহানারা, উজ্জ্বলা ছবি : আবু সুফিয়ান নিলাভ ভেন্যু কৃতজ্ঞতা : বিয়ে বাড়ি রেস্টুরেন্ট

 

 

শুধু সাদা নয়

বরের বিয়ের পোশাক হিসেবে শেরোয়ানি এখনো অপ্রতিদ্বন্দ্বী। তবে তার চিরায়ত রং সাদা বা ক্রিমের বদল ঘটেছে বেশ কয়েক বছর হলো। লাল, নীল, বেগুনির মতো উজ্জ্বল রং চেপে বসেছে বরের গায়ে। জারদৌসি, সুতা বা জরি-পুতির বুনন নকশা শেরোয়ানিকে করে তুলছে আরও অভিজাত। পাগড়িতে যোগ হয়েছে নানা অনুষঙ্গ

পোশাক : বিশ্বরঙ

অভিজাত রিসেপশন

রিসেপশন বা বউভাতে বরের অভিজাত লুক ও অ্যাটিটিউডে নজর থাকে সবারই। আজকের বর বিয়ের সেই পর্বের জন্যও বেছে নিচ্ছেন প্রচলিত রঙের বাইরের শেড। শুধু কালো স্যুট বা ব্লেজার নয়, নীল, সাদা, পার্পল, আকাশি রংও এখন বরের পোশাকে জনপ্রিয়।

পোশাক : রিচম্যান

 

একেবারে ভিন্ন কিছু

অনেক বর-কনেই এখন ভাঙছেন সংস্কারের আগল। কালোকেই আলো করে তুলছেন বিয়ের পোশাক হিসেবে।

পোশাক : বিশ্বরঙ

 

মন্তব্য