kalerkantho

রবিবার  । ১৫ চৈত্র ১৪২৬। ২৯ মার্চ ২০২০। ৩ শাবান ১৪৪১

শাবিপ্রবিতে মোড়ক উন্মোচন

শাবিপ্রবি প্রতিনিধি   

৪ জুলাই, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘বার্ষিক প্রতিবেদন ২০১৩-১৪’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় সিন্ডিকেট সভাকক্ষে মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ। এ সময় উপাচার্য বলেন, বার্ষিক প্রতিবেদন বিশ্ববিদ্যালয়ের পুরো চিত্র প্রতিফলিত করে। তাই সুন্দর ও যথাযথভাবে এ প্রতিবেদন প্রকাশের গুরুত্ব রয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকেও নিয়মিত প্রতিবেদন প্রকাশের নির্দেশনা রয়েছে। এখন থেকে একাডেমিক কার্যক্রম প্রকাশের পাশাপাশি বিভাগগুলোর সাংস্কৃতিক কর্মকাণ্ডও বার্ষিক প্রতিবেদনে তুলে ধরতে হবে। তিনি পরবর্তী সময়ে তথ্যসমৃদ্ধ প্রতিবেদন প্রকাশনার ক্ষেত্রে বিভাগগুলোর আন্তরিক সহযোগিতা কামনা করেন।

মন্তব্যসাতদিনের সেরা