kalerkantho

বুধবার । ১১ ডিসেম্বর ২০১৯। ২৬ অগ্রহায়ণ ১৪২৬। ১৩ রবিউস সানি     

মোবাইলে গান বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ২০

হবিগঞ্জ প্রতিনিধি   

২৭ জুন, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেহবিগঞ্জের বানিয়াচংয়ে মসজিদের সামনে মোবাইলে গান বাজানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন লোক আহত হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের দোয়াখানী ও প্রথমরেখ এলাকাবাসীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল ও বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় দোয়াখানী এলাকার হারুন মিয়ার ছেলে পুতুল মিয়া (২৫) স্থানীয় মসজিদের সামনে দিয়ে মোবাইলে গান বাজিয়ে যাচ্ছিল। এ সময় প্রথমরেখ এলাকার আব্দুল আজিজের ছেলে তোফাজ্জল তাঁকে মসজিদের সামনে গান বাজাতে বারণ করেন। এ নিয়ে কথা-কাটাকাটির জের ধরে পুতুল মারধর করে তোফাজ্জল হককে। এর জের ধরে গতকাল দুপুরে দুই এলাকার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে জিতু মিয়া (৪৫), মোহাম্মদ মিয়া (৩৮), কবির মিয়া (৩৫), বুলবুল মিয়া (২৮) ও তাজুল ইসলামসহ (৫০) দুই পক্ষে অন্তত ২০ জন আহত হয়।

মন্তব্যসাতদিনের সেরা