kalerkantho

শনিবার । ০৭ ডিসেম্বর ২০১৯। ২২ অগ্রহায়ণ ১৪২৬। ৯ রবিউস সানি ১৪৪১     

ভুয়া মুক্তিযোদ্ধা

সুনামগঞ্জ প্রতিনিধি   

৬ জুন, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ মুুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল চেয়ারম্যান আব্দুল আহাদ চৌধুরীর স্বাক্ষরিত মুক্তিযোদ্ধা সনদ জাল করে সুনামগঞ্জে একটি গোষ্ঠী বিভিন্ন সরকারি সুবিধা নিচ্ছে। এ অভিযোগে গত সোমবার বিকেলে জেলা প্রশাসক (ডিসি) বরাবর লিখিত আবেদন করেছেন সুনামগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সদস্যসচিব ও মুক্তিযুদ্ধ স্মৃতি পরিষদের সহসভাপতি মালেক হুসেন পীর। কয়েকজন ভুয়া মুক্তিযোদ্ধা স্মারকবিহীন সার্টিফিকেট জাল করে মুক্তিযোদ্ধা কোটায় স্কুল-কলেজে সন্তান ভর্তি, সরকারি চাকরি, ব্যাংক থেকে ঋণ নেওয়াসহ নানা সুবিধা নিচ্ছে। সংশ্লিষ্টরা যাচাই-বাছাই না করে এ বিষয়ে তাদের সহযোগিতা করায় প্রকৃত মুক্তিযোদ্ধারা বঞ্চিত হচ্ছেন।

মন্তব্যসাতদিনের সেরা