পুলিশের কাছ থেকে মাদক মামলার পলাতক আসামি, মাদক কারবারি শাহেল আহমেদকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পরিবারের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গত সোমবার রাতে হবিগঞ্জের নবীগঞ্জের জনতার বাজার এলাকায়।
শাহেল একই উপজেলার গজনাইপুর গ্রামের আব্দুস সোবানের ছেলে। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন মামলা আছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে জনতার বাজার এলাকা থেকে শাহেলকে গ্রেপ্তার করে গোপলার বাজার তদন্তকেন্দ্রের পুলিশ। এ সময় পরিবারের সদস্যরা পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
গোপলার বাজার তদন্তকেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোবারক হোসেন বলেন, শাহেলকে ধরতে গেলে তার আত্মীয়স্বজন বাধা দেয়।
শাহেলকে ছিনিয়ে নেওয়া হয়েছে কি না এ প্রশ্নের কোনো উত্তর দেননি তিনি।
এ ব্যাপারে জানতে নবীগঞ্জ থানার ওসি এস এম আতাউর রহমানের মোবাইল নম্বরে কল দিলেও তিনি রিসিভ করেননি। তবে নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী জানান, বিষয়টি শুনেছেন। এ ব্যাপারে প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।