kalerkantho

শনিবার । ২০ আষাঢ় ১৪২৭। ৪ জুলাই ২০২০। ১২ জিলকদ  ১৪৪১

হল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার চায় শাবিপ্রবি শিক্ষার্থীরা

শাবিপ্রবি প্রতিনিধি   

৩০ মে, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেহল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার চায় শাবিপ্রবি শিক্ষার্থীরা

হল বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে গতকাল মানববন্ধন করে শিক্ষার্থীরা। ছবি : কালের কণ্ঠ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক হল বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থীরা অংশ নেয়।

এতে বক্তব্য দেয় শিক্ষার্থী আমির হামজা, ফজলে রাব্বি, সৌরভ সরকার, নাজিরুল আযম বিশ্বাস, মঈনুদ্দীন মিয়া প্রমুখ।

নাজিরুল আযম বলেন, ‘হলে বিভিন্ন সমস্যা থাকলেও এতে প্রশাসনের কোনো মাথাব্যথা নেই। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য একের পর এক শিক্ষার্থীবিরোধী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।’ আমির হামজা বলেন, ‘আবাসিক হল বন্ধের সিদ্ধান্তে হতবাক শিক্ষার্থীরা। প্রতিবছর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলা থাকলেও এবারই প্রথম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। অনেকেই চাকরির প্রস্তুতি নিচ্ছে, অনেক দরিদ্র শিক্ষার্থী টিউশানি করে চলে; কিন্তু এতে শত শত শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

 

মন্তব্য