kalerkantho

মঙ্গলবার । ২৭ শ্রাবণ ১৪২৭। ১১ আগস্ট ২০২০ । ২০ জিলহজ ১৪৪১

নবীগঞ্জে এমপির বিরুদ্ধে এমপির অভিযোগ

হবিগঞ্জ প্রতিনিধি   

২৩ মে, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেহবিগঞ্জের নবীগঞ্জে আবারও সংরক্ষিত আসনের সংসদ সদস্য (এমপি) আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর আনা বরাদ্দের উন্নয়নকাজে নামফলক লাগানোর চেষ্টা করছেন হবিগঞ্জ-২ আসনের এমপি মুনিম বাবু। গতকাল মঙ্গলবার বিকেলে ফেসবুকে এ অভিযোগ করেন এমপি কেয়া।

কেয়া জানান, নবীগঞ্জের ১ নম্বর পূর্ব বড় বাকৈর ইউনিয়নের আমড়াখাই এলাকায় তিন কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে স্লুইস গেট নির্মাণের বরাদ্দ আনেন তিনি। সেখানে উদ্বোধন অনুষ্ঠানে নামফলক লাগানোর চেষ্টা করছেন এমপি মুনিম বাবু।

এ ব্যাপারে এমপি মুনিম বাবুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। এদিকে নবীগঞ্জের প্রত্যন্ত এলাকা পূর্ব বড় বাকৈর ইউনিয়নের আমড়াখাই গ্রামের ৬৮০ পরিবার বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে। মঙ্গলবার বিকেলে প্রধান অতিথি হিসেবে সেখানে বিদ্যুতায়ন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এমপি কেয়া।

মন্তব্যসাতদিনের সেরা