kalerkantho

মঙ্গলবার । ১২ মাঘ ১৪২৭। ২৬ জানুয়ারি ২০২১। ১২ জমাদিউস সানি ১৪৪২

নৌকাকে জেতাতে সর্বশক্তি নিয়ে মাঠে নামবেন নাছির

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

২৮ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেনৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে সর্বশক্তি নিয়ে মাঠে নামবেন বলে জানিয়েছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেন, ‘দলীয় প্রার্থীর পক্ষে কাজ করব। তাঁকে জেতানো নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে আমার কর্তব্য।’

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। আ জ ম নাছির উদ্দীনকে সঙ্গে নিয়ে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। রেজাউল নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এ সময় আরও উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সহসভাপতি খোরশেদ আলম সুজন ও ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি এম এ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম প্রমুখ।

বিএনপির অভিযোগ প্রসঙ্গে আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘কেউ যদি জেগে জেগে ঘুমায় তাহলে তো ঘুম ভাঙানো যাবে না। নির্বাচনী আচরণবিধি রয়েছে। আচরণবিধি মেনে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন সবাই।’

মন্তব্যসাতদিনের সেরা