kalerkantho

বুধবার । ১৭ অগ্রহায়ণ ১৪২৭। ২ ডিসেম্বর ২০২০। ১৬ রবিউস সানি ১৪৪২

বান্দরবানে পর্যটক বাস সার্ভিস চালু

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান   

২৮ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবেসরকারি উদ্যোগে পর্যটক বাস সার্ভিস চালু হয়েছে বান্দরবানে। বৃহস্পতিবার সকালে হিলভিউ কনভেনশন সেন্টার চত্বরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এটি উদ্বোধন করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, পুলিশ সুপার জেরিন আখতার, বান্দরবান প্রেস ক্লাব সভাপতি মনিরুল ইসলাম মনু এবং হিলভিউ কর্তৃপক্ষের স্বত্বাধিকারী কাজল কান্তি দাশ ও আবুল কাশেম সওদাগর এতে বক্তব্য দেন।

বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, রেড ক্রিসেন্ট ইউনিট সাধারণ সম্পাদক অমল দাশ, পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সভাপতি আবদুল কুদ্দুস প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বান্দরবানের হিলভিউ হোটেল কর্তৃপক্ষ এই ট্যুরিস্ট বাস চালু করছে।

মন্তব্যসাতদিনের সেরা