kalerkantho

মঙ্গলবার । ১৭ চৈত্র ১৪২৬। ৩১ মার্চ ২০২০। ৫ শাবান ১৪৪১

সংক্ষিপ্ত

হেপাটাইটিস নিয়ে সচেতনতার তাগিদ

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার   

২৭ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেহেপাটাইটিস সি-ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করার আগে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। বুধবার কক্সবাজারে জেলা প্রশাসনের শহীদ এ টি এম জাফর আলম সম্মেলনকক্ষে মিয়ানমারের উদ্বাস্তু রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে হেপাটাইটিস সি-ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে সচেতনতামূলক সভায় এ কথা বলা হয়। জেলা প্রশাসন ও ফোরাম ফর দ্য স্টাডি অব দ্য লিভার বাংলাদেশ আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আশরাফুল আফসার। অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাজাহান আলী, জাপানের বিশেষজ্ঞ চিকিৎসক ড. শেখ মো. ফজলে আকবর, অধ্যাপক মামুন আল মাহতাব, জ্যেষ্ঠ সাংবাদিক তোফায়েল আহমদ, জেলা জাসদ সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল প্রমুখ বক্তব্য দেন।

মন্তব্যসাতদিনের সেরা