kalerkantho

বৃহস্পতিবার  । ২৬ চৈত্র ১৪২৬। ৯ এপ্রিল ২০২০। ১৪ শাবান ১৪৪১

স্থানীয়দের বাধা

নোয়াখালীতে বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রের নির্মাণকাজ স্থগিত

নোয়াখালী প্রতিনিধি   

২৬ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেস্থানীয় লোকজনের বাধার মুখে থেমে গেছে নোয়াখালী পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র নির্মাণকাজ।

সদর উপজেলার ধুমচর এলাকায় পৌরসভার মালিকানাধীন দেড় একর জায়গায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র নির্মাণ প্রকল্প হাতে নেয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। মঙ্গলবার সকাল ১১টায় এ প্রকল্পের কাজ উদ্বোধন করার কথা ছিল। কিন্তু ভোর থেকে স্থানীয় লোকজন সেখানে অবস্থান নিয়ে মিছিল সমাবেশ করে। তারা সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃস্টি করে।

পৌর মেয়র জানান, লোকজনের বাধার কারণে প্রকল্পের কাজ উদ্বোধন স্থগিত করা হয়েছে। বিষয়টি স্থানীয়  জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।

প্রকল্প পরিচালক প্রকৌশলী জহির উদ্দিন দেওয়ান জানান, সরকার সবদিক বিবেচনা করে প্রকল্পটি হাতে নিয়েছে। অত্যন্ত বিজ্ঞানসম্মতভাবে এখানে বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র করা হবে। এতে কারো কোনো ক্ষতি হবে না।

 

মন্তব্যসাতদিনের সেরা