kalerkantho

বৃহস্পতিবার  । ১৯ চৈত্র ১৪২৬। ২ এপ্রিল ২০২০। ৭ শাবান ১৪৪১

ভুয়া বিদ্যুৎ বিল ও মিটারসহ আটক ১

নোয়াখালী প্রতিনিধি   

১৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেনোয়াখালী জেলা শহর মাইজদী জেলখানা রোড এলাকায় অভিযান চালিয়ে নাছির উদ্দিন (৩১) নামে বিদ্যুৎ অফিসের চাকরিচ্যুত মিটার রিডারকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে বিপুল পরিমাণ ভুয়া বিদ্যুৎ বিল, মিটার, বিভিন্ন কর্মকর্তার সিল, একটি কম্পিউটার একটি প্রিন্টার জব্দ করা হয়। মঙ্গলবার দুপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নোয়াখালী কার্যালয়ের পাশের একটি ভবন থেকে তাঁকে আটক করা হয়েছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নোয়াখালী জেলা নির্বাহী প্রকৌশলী নুরুল আমিন জানান, গত ৪ ফেব্রুয়ারি তিনি একজন গ্রাহকের মিটার পরিবর্তনের জন্য কাগজপৎর চেক করতে গিয়ে কর্মকর্তাদের জাল স্বাক্ষর দেখতে পান। ওই দিন এ ঘটনায় মিটার রিডার হানিফকে আটক করে পুলিশে সোপর্দ করেন তাঁরা। এই ঘটনায় ৫ ফেব্রুয়ারি হানিফের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় একটি মামলা করা হয়। আটক নাছিরকে গ্রাহকদের কাছ থেকে পাওয়া লিখিত অভিযোগের ভিৎতিতে গত জানুয়ারিতে চাকরিচ্যুত করা হয়।

জেলা পুলিশ সুপার এসপি মো. আলমগীর হোসেন জানান, জিজ্ঞাসাবাদে নাছির অবৈধভাবে গ্রাহকের মিটার পরিবর্তন, কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে জাল ভুয়া বিল তৈরি চক্রের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। ওই চক্রে নাছির ছাড়াও একাধিক ব্যক্তি জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

মন্তব্যসাতদিনের সেরা