kalerkantho

সোমবার । ২৯ আষাঢ় ১৪২৭। ১৩ জুলাই ২০২০। ২১ জিলকদ ১৪৪১

নোবিপ্রবিতে বইমেলা

নোবিপ্রবি প্রতিনিধি   

১৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাহিত্য সংগঠন ‘শব্দকুটির’ এর আয়োজনে বইমেলা, পিঠা ও আবৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য ড. মো. দিদার-উল-আলম।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, লেখক ও শব্দকুটিরের সদস্যরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী বইমেলায় নোবিপ্রবি ও দেশের বিভিন্ন লেখকের বই প্রদর্শন, বিক্রয় ও পিঠা উৎসবে দেশীয় শীতকালীন বিভিন্ন পিঠা প্রদর্শন করা হয়। আবৃত্তি উৎসবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা) এমদাদ হোসেন কৈশোর ও নোয়াখালী আবৃত্তি একাডেমির সহসভাপতি শামস ইবনে আলী।

মন্তব্যসাতদিনের সেরা