kalerkantho

সোমবার । ২৯ আষাঢ় ১৪২৭। ১৩ জুলাই ২০২০। ২১ জিলকদ ১৪৪১

‘বঙ্গবন্ধুর অবদান, কৃষিবিদ ক্লাস ওয়ান’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও নোবিপ্রবি প্রতিনিধি   

১৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেচট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ‘কৃষিবিদ দিবস ২০২০’ উদযাপিত হয়েছে।  বৃহস্পতিবার ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। উপাচার্য ড. গৌতম বুদ্ধ দাশের নেতৃত্বে শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ নুরুল আবছার খান, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ড. জান্নাতারা খাতুন, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন ড. আবদুল আহাদ, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) ড. মোহাম্মদ আলমগীর হোসেন, পরিচালক (বহিরাঙ্গন) ড. এ কে এম সাইফুদ্দীন, পরিচালক (আইকিউএসি) ড. কবিরুল ইসলাম খান এবং পরিচালক (ছাত্রকল্যাণ) ড. মোহাম্মদ মেজবাহ উদ্দিন।

নোবিপ্রবি : ‘বঙ্গবন্ধুর অবদান, কৃষিবিদ ক্লাস ওয়ান’ স্লোগানে নানা কর্মসূচির মধ্য দিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কৃষি বিভাগের উদ্যোগে কৃষিবিদ দিবস-২০২০ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বৃক্ষরোপণ, পিঠা স্টল, কৃষি প্রজেক্ট প্রদর্শনী ও পুরস্কার বিতরণী।  কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. দিদার-উল-আলম, রেজিস্ট্রার অধ্যাপক মো. আবুল হোসেন, প্রক্টর ড. নেওয়াজ মো. বাহাদুর, প্রভোস্ট ড. ফিরোজ আহমেদ, কৃষি বিভাগের অধ্যাপক আতিকুর রহমান ভূঁইয়া, প্রভোস্ট আনিসুজ্জামান রিমন, সহকারী অধ্যাপক ড. মেহেদী হাসান রুবেল, মো. শফিকুল ইসলাম, নুসরাত জাহান মিথিলা, কাজী ইসরাত আনজুম ও মো. নুরুজ্জামান, প্রভাষক পিযুষ কান্তি জাঁ প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা