kalerkantho

মঙ্গলবার । ৩০ আষাঢ় ১৪২৭। ১৪ জুলাই ২০২০। ২২ জিলকদ ১৪৪১

ঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাব উৎসব

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

৩০ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাব উৎসব

যুগপুরুষোত্তম পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩২তম আবির্ভাব মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ও শুক্রবার হাটহাজারীর সৎসঙ্গ শ্রীমন্দির, ফতেয়াবাদ প্রাঙ্গণে উৎসবে সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রায় দেড় শ প্রতিযোগী অংশ নেন। শুক্রবার সকালে শ্রীমন্দির প্রাঙ্গণ থেকে বের হওয়া মহাশোভাযাত্রা উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন সুনীল কান্তি চক্রবর্তী এসপিআর, কৃঞ্চাশীষ দাশ এসপিআর প্রমুখ। আদর্শ জাতি গঠনে নারীর ভূমিকা শীর্ষক মাতৃসম্মেলনে মঞ্জুরাণী ধরের সভাপতিত্বে ও অপর্ণা গুপ্তার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন অধ্যাপক মৃণালিনী চক্রবর্তী। বিশেষ অতিথি শিক্ষক শক্তি রাণী কর, টিউলিপ সেন, সাবিত্রী রাণী দে প্রমুখ। শ্রীশ্রীঠাকুরের ভাবাদর্শে যুব সমাজের উন্নয়ন এবং আচার্য পরম্পরা শীর্ষক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সৎসঙ্গ শ্রীমন্দির, ফতেয়াবাদের সভাপতি সুনীল কান্তি চক্রবর্তী এসপিআর। কিশোরী মোহন দের সঞ্চালনায় বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন এসপিআরর মধ্যে সৎসঙ্গ বিহার, চট্টগ্রামের সভাপতি তিমির কান্তি সেন, সুভাষ আচার্য, ডা. বাবুল দাশ, পরিমল আচার্য, সুব্রত দাশগুপ্তা প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা