kalerkantho

রবিবার । ২১ আষাঢ় ১৪২৭। ৫ জুলাই ২০২০। ১৩ জিলকদ  ১৪৪১

নগরে ক্রিকেট স্টেডিয়াম করছে সানোয়ারা গ্রুপ

কাল নির্মাণকাজ উদ্বোধন করবেন সাকিব আল হাসান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

৩০ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনগরে ক্রিকেট স্টেডিয়াম করছে সানোয়ারা গ্রুপ

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সানোয়ারা গ্রুপের এমডি মুজিবুর রহমান। ছবি : কালের কণ্ঠ

জাতীয় পর্যায়ের ক্রিকেটার সৃষ্টির লক্ষ্যে বেসরকারি পর্যায়ে ক্রিকেট স্টেডিয়াম গড়ে তোলার উদ্যোগ নিয়েছে শিল্পগ্রুপ সানোয়ারা গ্রুপ অব কম্পানিজ। আগামীকাল শুক্রবার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের হাত ধরে প্রায় ৭ বিঘা জমির ওপর স্টেডিয়াম সৃষ্টির যাত্রা শুরু হচ্ছে।

গতকাল বুধবার নগরের একটি রেস্টুরেন্টে কিশোর ক্রিকেট নিয়ে নিজেদের ভাবনা তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন তথ্যই তুলে ধরলেন সানোয়ারা গ্রুপ অব কম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক  (এমডি) ও কোয়ালিটি স্কুল অব ক্রিকেটের চেয়ারম্যান মুজিবুর রহমান।

লিখিত বক্তব্যে মুজিবুর রহমান বলেন, ‘আমাদের পুরো পরিবার ক্রীড়া পরিবার। আমার বাবা সাবেক মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম আবাহনীর সভাপতি ছিলেন। আমি এবং আমার ভাইরাও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে জড়িত।’ তিনি বলেন, ‘এক সময় চট্টগ্রামের ছয়জন ক্রিকেটার খেলত বাংলাদেশ জাতীয় দলে। কিন্তু চট্টগ্রাম ক্রিকেটের আর সে জৌলুস নেই। নিজে ক্রিকেট ক্লাব করতে গিয়ে দেখেছি কি দৈন্যদশা আমাদের ক্রীড়াঙ্গনের। সবচেয়ে বড় সংকট খেলার মাঠের। আমরা সেই মাঠ সংকটের চাহিদা মেটাতে কাজ করছি।’

মন্তব্য