kalerkantho

বৃহস্পতিবার । ২৯ শ্রাবণ ১৪২৭। ১৩ আগস্ট ২০২০ । ২২ জিলহজ ১৪৪১

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবক গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি   

৩০ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় নোয়াখালীর চাটখিলে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার জিয়াউল করিম ফিরোজ (৪০) চাটখিল পৌরসভার ছয়ানি টগবা গ্রামের নুরুল ইসলামের ছেলে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেয় ফিরোজ। বিষয়টি জানার পর মঙ্গলবার দিনগত রাতে চাটখিল পৌরসভার ছয়ানি টগবা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তথ্যপ্রযুক্তি আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বুধবার তাকে আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।’

মন্তব্যসাতদিনের সেরা